1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

ভারতের জয়ের কোনো আশা দেখছেন না গাভাস্কার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪৫১ সময় দর্শন

নাটকীয়তায় রূপ নেওয়া ব্রিসবেন টেস্টে অনেকেই ভারতের জয়ের আশা দেখছেন। কিন্তু ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার কোনো আশা দেখছেন না। তবে তিনি মনে করছেন, ভারত ম্যাচ ড্র করতে পারে। শেষ দিন জয়ের জন্য ভারতের দরকার ৩২৪ রান। হাতে আছে ১০ উইকেট। সিডনি টেস্টে অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করেছিল ভারত। তাই ইনজুরিতে তারকাবিহীন হয়ে পড়া দলটি নিয়ে এবারও অনেকে আশা দেখছেন।

গাভাস্কার বলেন, ‘ব্রিসবেনে ২৩৬ রান তাড়া করে জয়ের ঘটনা এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। সেটাও হয়েছিল ১৯৫১ সালে। ফলে ভারতের কাজটা খুব কঠিন। তবু যদি ভারতীয় ব্যাটসম্যানরা ফোকাস এবং সংকল্প ধরে রাখতে পারে, তাহলে ম্যাচ বাঁচানো সম্ভব। সেই ক্ষমতা তাদের আছে। বল আচমকা নিচু হয়ে যাচ্ছে। উইকেটের মাঝখানে কিছু ফাটলও তৈরি হয়েছে। বিষয়টা আরও কঠিন কারণ ম্যাচ এখন যে জায়গায় দাঁড়িয়ে, তাতে মেরে খেলা উচিত, না ধরে খেলা উচিত, সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন। রোহিত শর্মা এবং শুভমন গিল শুরুটা যদি ভালো করতে পারে, তাহলে ভারতীয় ড্রেসিংরুম স্বস্তিতে থাকবে।’

অস্ট্রেলিয়ার আরও আগে ইনিংস ঘোষণা করা উচিত ছিল কিনা জানতে চাইলে গাভাস্কার বলেন, ‘সিডনিতে ঋষভ পন্থ এবং চেতেশ্বর পূজারার জুটিটা আরেকটু হলেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছিল। তারপর হনুমা বিহারি চোট পেয়ে যাওয়ায় ভারতকে জয়ের রাস্তা থেকে সরে আসতে হয়েছে। এই বিষয়টা অস্ট্রেলিয়ানদের মাথায় ছিল। আমি তো ধারাভাষ্য দেওয়ার সময় বলছিলাম, অস্ট্রেলিয়া অল-আউট হয়ে গেলে আর ডিক্লেয়ার করা নিয়ে ভাবতে হবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host