1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাকহেডস দূর করুন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫৮৭ সময় দর্শন

ব্ল্যাকহেডস নিয়ে সমস্যায় পড়েননি এমন নারী কিন্তু খুঁজে পাওয়া দায়। আর এই সমস্যার সমাধান চিরতরে মিটে গেছে এমনটাও কেউ বলেন না। একবার ব্ল্যাকহেডস দূর করার পর আবারও হতে পারে। কিন্তু এই ব্ল্যাকহেডস আসলে কি? আমাদের নাকের দু’পাশে, কপালে, গালে, চিবুকে যে ছোট ছোট বাদামি/ কালো এবং ত্বকের থেকে অল্প উঁচু অংশ থাকে তাকেই ব্ল্যাকহেডস বলে৷ এগুলো আর কিছুই না, তেল-ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া ত্বকের ছিদ্র এবং মৃত কোষের সমষ্টি, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে তা কালো হয়ে যায়৷ অনেকে নখ দিয়ে চেপে ব্ল্যাকহেডস বের করার চেষ্টা করেন, কেউ কেউ স্ট্রিপ লাগিয়ে তা তুলে ফেলেন৷ তবে তাতে ব্যথা লাগে, দাগ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে৷ এমনকী হতে পারে ইনফেকশনও। আর তাই ব্ল্যাকহেডস তুলতে হলে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করাই ভালো। এতে ত্বকও ভালো থাকবে। তবে অনেক পার্লারেই ধাতব একটি পাত দিয়ে নাকের দুপাশে চাপ দিয়ে ব্ল্যাকহেডস তুলে দেওয়ার কথা বলেন। এই পদ্ধতি কিন্তু ঠিক নয়। দেখে নিন কীভাবে বানাবেন।

ডিম-মধুর প্যাক

ডিমের সাদা অংশ আর মধু একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা নাকের চারপাশে লাগিয়ে নিন। এভাবেই রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে ইষদুষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিন। ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন নামের প্রোটিন। যা ত্বকের ছিদ্রকে টাইট রাখে। ফলে ধুল-বালি জমতে পারে না। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে খুব ভালো কাজে দেয় এই মিশ্রণ।

স্ট্রবেরি দিয়ে

একটি স্ট্রবেরি, আধ চাচামচ মধু আর আধ চাচামচ লেবুর রস একসঙ্গে পিষে নিন৷ তার পর সেটা ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে রাখুন অন্তত ২০ মিনিটের জন্য৷ তার পর ধুয়ে ফেলুন ঠান্ডা পানিতে৷

অ্যালোভেরা পাতা

অ্যালোভেরার জেল বের করে নিন। এবার তা সরাসরি ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটা প্রতিদিন করুন। এতে ত্বক উজ্জ্বল হবে।

ভেপার নিন

লেবু-মধুর প্যাক বানিয়ে লাগিয়ে নিন যেখানে ব্ল্যাকহেডস আছে। এবার একটু পর গরম পানিতে ভেপার নিন। এই ভেপার নেওয়ার পর যদি একটু নরম কাপড় দিয়ে ঘষে নিলেই ব্ল্যাকহেডস উঠে আসবে।

টমেটো দিয়ে

টোমেটোর খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন৷ নাকে, গালে বা যেখানে ব্ল্যাকহেডস আছে সেখানে লাগিয়ে রাখুন সারা রাত৷ পরদিন সকালে উঠে ঠান্ডা জলে ধুয়ে নিন৷ আপনার ত্বক খুব স্পর্শকাতর হলে টোমেটোর রসের সঙ্গে সমান পরিমাণ পানি মিশিয়ে নিন৷

দুধ দিয়ে

দুধের সঙ্গে জায়ফলের গুঁড়া মিশিয়ে নিন। এবার মুখ ভালো করে পরিষ্কার করে এই মিশ্রণ লাগিয়ে নিন। এবার কিছুক্ষণ ম্যাসাজ করুন। ম্যাসাজের পর একটা তুলো নারকেল তেলে ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে সবটা তুলে নিন। সূত্র : এইসময় পত্রিকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host