1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

সিলেটের রাস্তায় কমছে না সাধারণ মানুষের ভিড়

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৭৯ সময় দর্শন

সারা দেশে করোনাভাইরাসের প্রার্দুভাবে আতংকিত যখন সচেতন মহল, তখন সিলেটের রাস্তায় কমছে না সাধারণ মানুষের ভিড়। সরকার থেকে বলা হয়েছে অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্যে।

শাহিদুর রহমান জুয়েল, সিলেট: সারা দেশে করোনাভাইরাসের প্রার্দুভাবে আতংকিত যখন সচেতন মহল, তখন সিলেটের রাস্তায় কমছে না সাধারণ মানুষের ভিড়। সরকার থেকে বলা হয়েছে অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্যে।

আজ সোমবার (২৬ এপ্রিল) নগরীর রাস্তায় বেড়েছে ট্রাফিক জ্যাম করোনায় ভাইরাসের বালাই যেন নেই সিলেট নগরীর প্রাণকেন্দ্রতে।

সারাদেশেও দোকানপাট খুলে দেওয়ায় নগরী ফিরে পেয়েছে তার সেই চিরচেনা রুপ। বাড়ছে যানজট, জনজট।

আজকে সকাল থেকে সিলেট নগরীর জিন্দাবাজার আল-হামরা, ব্লওয়াটার, কাজীমেনশন, শুকরিয়া, মধুবন মার্কেট ঘুরে দেখা যায় বাড়ছে ক্রেতার সংখ্যা ব্যববসায়ীরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলছেন।

প্রয়োজনে এবং অজুহাতে রাস্তায় বের হচ্ছেন মানুষজন।নগরের বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। সড়কে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়াও রিকশাসহ অন্য যানবাহন চলাচল করছে। আর এতে তৈরি হচ্ছে যানজট। ফলে ভোগান্তি বাড়ছে নগরবাসীর।

সোমবার (২৬ এপ্রিল) ২৪ ঘন্টায় সিলেটের করোনায় ভাইরাসের রিপোর্ট সিলেট বিভাগে থামছে না করোনায় ভাইরাসের আক্রান্ত সংখ্যা সেই সাথে বাড়ছে নিহত সংখ্যাও ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৮৮ জন। যার মধ্যে ৫৩ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৬৬ জন।

সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৮ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৩ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারে ৯ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ১৯ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৮৮ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩২০ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ০০২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৩২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬৬ জন। এরমধ্যে সিলেটের ১৩৬, সুনামগঞ্জের ১৯ জন ও মৌলভীবাজারের আরও ১১ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৬০৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ১৩৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১০০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৪২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৭ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৫ জন মারা গেছেন এরমধ্যে সিলেট জেলার ৪জন ও সুনামগঞ্জের ১জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩৭ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৬৫ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৭ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host